
প্রকাশিত: Thu, Mar 7, 2024 11:50 AM আপডেট: Mon, May 12, 2025 12:14 PM
[১]এস আলম সুগারের মিলের পোড়া বর্জ্য মিশছে কর্ণফুলী নদীতে, মরে ভেসে উঠছে মাছ
এম আর আমিন, জুনাত আরমান :[২] বুধবার সকালে কর্ণফুলী থানাধীন এস আলম সুগার মিলের পেছনে থাকা কর্ণফুলী নদীতে গিয়ে দেখা গেছে, স্থানীয়রা নানা কায়দায় মাছ ধরছেন। কেউ হাতজাল দিয়ে আবার কেউ হাত দিয়ে ভেসে থাকা মৃত এবং অর্ধমৃত মাছ ধরছেন।
[৩] স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাত থেকে নদীতে মাছ মরে যাচ্ছে। এস আলমের পোড়া চিনি নদীতে পড়ার পর মাছ মরছে। এর আগে এ ধরনের ঘটনা কখনও ঘটেনি। পোড়া চিনির বর্জ্য কারখানা থেকে সরাসরি কর্ণফুলী নদীতে পড়ছে।
[৪] এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০ট) ৮০ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আনতে পারেনি। গোডাউনে ভেতরে থাকা চিনির স্তূপটি এখনো পর্যন্ত আগুন পুরোদমে জ্বলছে। ধোঁয়া ছড়াচ্ছে আশেপাশে এলাকায়। চিনির স্তূপটি আগুনে পুড়ে বর্জ্যগুলো কারখানার ড্রেন দিয়ে সোজা পড়ছে কর্ণফুলী নদীতে। এতে করে নদী দূষণের আশঙ্কা করছে স্থানীয় একালাবাসীরা। চিনির বিষাক্ত কেমিক্যাল নদীতে পড়ায় মারা যাচ্ছে নদীর মাছ।আগুন বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
[৫] কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত জানান, এস আলম সুগার মিলের আগুন নির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর সদস্যের দুটি টিম, বিমানবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সহযোগিতা করছেন।
[৬] এস.আলম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসমত আলী জানান, কারখানার পুরো প্রসেসিং যন্ত্রপাতি এবং কারখানা নিরাপদ রয়েছে। আগুন যাতে ছড়াতে না পারে, সেজন্য গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্টে আসার বেল্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
[৭] ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে গুদামটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও ওপর থেকে পানি ছিটানোর সুযোগ পায়নি। চারদিক থেকে বদ্ধ গুদামে উত্তপ্ত টিনের ছাদ কেটে ভেতরে ঢোকারও সুযোগ ছিল না। অল্পকিছু ফায়ার এক্সটিংগুইশার থাকলেও সেগুলো ব্যবহার করা যায়নি।
[৮] এস আলম গ্রুপের প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা মো. মোস্তাইন বিল্লাহ আদিল বলেন, আমরা এখন আগুন নেভানোর চেষ্টা করছি, যাতে চিনিকল ও অন্য গুদামগুলোতে আগুন ছড়িয়ে না পড়ে।
[৯] পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, সুগার মিলের পোড়া চিনি কর্ণফুলী নদীতে পড়ছে এমন তথ্য পেয়ে মঙ্গলবার আমাদের ল্যাব থেকে লোকজন গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।অবশ্যই এটি নদীর জন্য ক্ষতির কারণ। সম্পাদনা : মুরাদ হাসান,সমর চক্রবর্তী